নেদারল্যান্ডসকে ৪১১ রানের লক্ষ্য দিলো ভারত 
                   
টানা ৮ ম্যাচ জিতে আগেই রাউন্ড রবিন লিগের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। তাই আজকের ম্যাচটি তাদের জন্য কেবল নিয়ম রক্ষার। এমন ম্যাচেও কোনো পরীক্ষা-নিরীক্ষায় যায়নি স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। ডাচদের বিপক্ষে ম্যাচটাকে হয়তোবা 'ম্যাচ সিনারিওতে অনুশীলন' হিসেবেই নিয়েছে তারা! এমনটা হলে ব্যাটারদের অনুশীলন বেশ ভালোই হয়েছে। আজ যতজন ব্যাটার আউট হয়েছেন, তাদের সবাই অন্তত ফিফটি পেয়েছেন।

Post a Comment

1 Comments